News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

ভয় লাগে মির্জা আব্বাসের, জানিয়েছেন কারণও

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-03-11, 7:45pm

operoqioeopqi-d262e47250923474497da8d4910c35281710164747.jpg




কারামুক্তি পেয়েও নিজেকে ইনডাইরেক্টলি বন্দি বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি না। ভয় লাগে কখন পুলিশ আসে, কখন আবার নিয়ে যায়।

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর শাজাহানপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, শুধু আমি নই, জামিনে মুক্ত বিএনপি নেতাকর্মীরা এখনও পরোক্ষভাবে বন্দি। আমরা এখন খাঁচায় পোষা মুরগির মতো। যখন দরকার হবে আবার জেলে নিয়ে যাবে। দেশের জনগণ-জাতি আজ বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

তিনি বলেন, সরকারের কাছে এ দেশ লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একজন মন্ত্রী বরই দিয়ে ইফতার করার কথা বলেন। সেই মন্ত্রীর বোধহয় অভিজ্ঞতা নেই যে, খালি পেটে বরই খেলে কত মারাত্মক সমস্যা হতে পারে। উনারা তো খেজুর, আঙ্গুর, বিভিন্ন দামি ফল-ফ্রুট দিয়ে ইফতার করেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের শাসনামলে একটা সময়ও পাইনি যেখানে মানুষ স্বস্তিতে রমজান পালন করেছে। অথচ গাজায়ও ঈদের মতো রমজান মাস শুরু হয়েছে। আমাদের দেশে সেই অবস্থা নাই। দেখা যাবে তারাবির নামাজ পড়তে গিয়ে দেখব বিদ্যুৎ নাই।

জেলের অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, এবারের মতো জেল কখনও খাটি নাই। সেই ১৯৭৮ সাল থেকে আমার জেল জীবন শুরু। সবাই সব সুবিধা পেলেও আমরা বাইরে হাঁটার কথা বললে তখন বলে স্যার হাটা যাবে না। অথচ আমার ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে।

তিনি বলেন, কোনো সুবিধা জেলখানায় আমাদের দেওয়া হয়নি। এমনকি চিকিৎসা সুবিধাও তারা দেয়নি। বিশেষজ্ঞ ডাক্তারের কথা বললে বলে, স্যার নিষেধ আছে। এবারের জেল ছিল সব দিক থেকে কষ্টকর। তথ্য সূত্র আরটিভি নিউজ।