News update
  • Army, Navy, Air Chiefs Visit Khaleda Zia at Dhaka Hospital     |     
  • EU, BDRCS, IFRC Partner to Strengthen Recovery of July Uprising Survivors     |     
  • Mushfiqur, Mahmudullah, Mominul find teams in BPL     |     
  • Modi expresses concern over Khaleda's health, offers support     |     
  • Dhaka 3rd most polluted city in the world Tuesday morning     |     

‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-03-29, 9:09am

500-321-inqilab-white-20240329081054-626a7004569d86ae60963d623eb75a431711681854.jpg




নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। এইটা আমি তুলব, যেভাবেই হোক। এটুকু অন্যায় আমি করব, আর করব না।’

মঙ্গলবার (২৬ মার্চ) জেলার লালপুর উপজেলা পরিষদে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দেন। তার এ বক্তব্যের ভিডিও এখন ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।

ভিডিওতে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আপনার টাকা আমার প্রকল্প থেকে দিয়েছি। আমি তো বাড়ির জমি বিক্রি করে দিইনি। আমার বেতন-ভাতার টাকাটাও দিইনি। গত পাঁচ বছরের বেতন-ভাতার এক কোটি ২৬ লাখ টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না। আগামীতেও থাকবে না। তবে নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছি, এটা তুলবো। এটা আমি তুলবো, যেভাবেই হোক আমি তুলবো। এইটুক অন্যায় করবো, আর করবো না।’

তিনি বলেন, ‘গত নির্বাচনে ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি। ট্যাক্স-ফ্রি গাড়ি কিনেছিলাম ২৭ লাখ টাকা দিয়ে। আমি চাইলে এক কোটি টাকা দিয়ে কিনতে পারতাম। যেহেতু আমার টাকা নেই, আমি ২৭ লাখ টাকা দিয়ে কিনেছিলাম। এবার আমি কিনব, ওই টাকা দিয়ে কিনব। ওই টাকা, আমি তুলে নেবো এবার। নিয়ে আর কিছু করবো না। খালি এই এক কোটি ২৬ লাখ টাকা তুলবো।’

তিনি আরও বলেন, ‘আমার প্রকল্প থেকে আগে সাইকেল দিছি, দরকার হলে মোটরসাইকেল দেব অসুবিধা নেই। আমি অন্যায় করবো না। যার টাকা তাকে দেব।’

সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের এ বক্তব্য নিয়ে বিব্রতবোধ করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আবুল কালাম আজাদ দলীয় অনুষ্ঠানে এমন বক্তব্য দেননি। এটি তার নিজস্ব বক্তব্য, এর দায়ভার আওয়ামী লীগ নেবে না। এই দায়ভার তার একদম নিজস্ব। তার এ বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন।

লালপুরের ইউএনও শারমিন আখতার সংসদ সদস্যের এ বক্তব্য প্রসঙ্গে বলেন, এমপি যা বলেছেন, তা সম্পূর্ণভাবে তার নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

বক্তব্যের বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমার বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। আমি সিরিয়াস কোনো কথা বলিনি, কথার কথা বলেছি। এটা মজা করেও বলা যেতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।