News update
  • $21 trillion spent on secret doomsday bunkers for elite?     |     
  • Cyber Protection Ordinance draft approved in Advisers’ Council     |     
  • Life Expectancy Gap Tops 30 Years: UN Report      |     
  • Khaleda Zia Returns Home After Four Months in London     |     
  • World marks 80th anniv of V-E Day with parades and memorials     |     

ইরান প্রেসিডেন্টের মৃত্যুতে মুসলিম লীগের শোক প্রকাশ

রাজনীতি 2024-05-20, 9:02pm

abdul-aziz-hawladar-executive-president-bml-1-0d2e13d10fc710783e7620edb50822291716217330.jpg

Abdul Aziz Hawladar Executive President BML



ইরানের রাষ্ট্রপতি এব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানের হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের। নেতৃদ্বয়, এক শোক বার্তায় বলেন, ইরান রাষ্ট্রপতির মৃত্যুতে পুরো মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের জনগণও শোকাহত।

 

Kazi Abul Khair Muslim League Secretary General of BML

ইরান সরকার কর্তৃক ৫দিনের শোক ঘোষণার সাথে বাংলাদেশের জনগণও একাত্মতা ঘোষণা করছে। এই দুঃসময়ে বাংলাদেশের জনগণ ইরানের শোকাহত জনতার পাশে থাকবে। আমরা ইরানের রাষ্ট্রপতি জনাব এব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ান সহ হেলিকাপ্টার দুর্ঘটনায় নিহত সবার রুহের মাগফেরাত কামনা করি, আল্লাহ তাদের সম্মানিত করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে এ শোক কাটিয়ে ওঠার শক্তি দিক। আমিন। - প্রেস বিজ্ঞপ্তি