News update
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     

সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতি

মানুষ চরম কষ্টকর জীবন-যাপন করছেন - মুফতী সৈয়দ ফয়জুল করীম

রাজনীতি 2024-06-10, 11:44pm

muati-faizul-karim-senior-nayebe-amir-of-iab-addressing-an-ismali-conference-at-kapasia-on-monday-10-june-2024-ab3c97553cd97f9b095935dc8c3828621718041464.jpg

Muati Faizul Karim, senior Nayebe Amir of IAB addressing an Ismali conference at Kapasia, Gazipur on Monday 10 June 2024.



ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশের মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্দ্ধগতির কারণে মানুষ কষ্টে আছে। অপরদিকে পানি-গ্যাসের অব্যাহত মূল্যবৃদ্ধি জনজীবনকে বিষিয়ে তুলছে। ব্যাংক লুটপাটসহ শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থপাচার ও সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতির কারণে চরম কষ্টকর জীবন-যাপন করছেন। তিনি বলেন, বাজার সিন্ডিকেটের কাছে মানুষ চরম অসহায়। সিন্ডিকেট না ভাঙতে পারলে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে না।

মুফতী ফয়জুল করীম বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনের জীবন-যাপনে অপরিহার্য নানা পণ্যের সেবার ওপর বাড়তি কর চাপানো হয়েছে। মোবাইলফোনে কথা বলার ওপর অতিরিক্ত কর বসানো হয়েছে। পানি শোধন যন্ত্র, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি, ফ্রিজসহ বিভিন্ন গৃহস্থালি দ্রব্যের ওপর শুল্ক কর বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগ বাড়াবে।

আজ বিকেলে গাজীপুরের কাপাসিয়াা ভাকোয়াদী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে গাজীপুরের বরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, মানুষ অর্থনৈতিক সঙ্কটে নিপতিত। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য নেই।  এককথায় মানুষ বর্তমান সময়ে অসহায় জীবন যাপন করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের বড় ভাই মোঃ আবদুল হক ঢালী ইন্তেকালে মহাসচিবের শোক ও দোয়া

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের বড় ভাই জনাব মোঃ আবদুল হক ঢালী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মোঃ আবদুল হক ঢালীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ এক শোকবর্তায় মহাসচিব বলেন, মোঃ আবদুল হক ঢালী ছিলেন একজন পরহেজগার ও আমলদার আল্লাহওয়ালা মানুষ। জনাব ঢালী সাহেবের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন, এই দোয়াই করছি। সেইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং পরিবার পরিজনকে ধৈর্যধারণের তাওফিক কামনা করছি। - প্রেস বিজ্ঞপ্তি