News update
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     
  • Guterres Urges Fair, Fast, Final Shift to Clean Energy     |     
  • US Shutdown Triggers Over 1,000 Flight Cancellations     |     
  • World leaders meet in Brazil to tackle global warming     |     
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     

কাজী মোস্তফা কামাল নেতৃত্বাধীন সাম্যবাদী দল সমাজতান্ত্রিক ফ্রন্টে

রাজনীতি 2024-07-04, 1:00am

kazi-mostafa-kamal-c2f2ae109b2427a64f3e4113340398581720033249.jpg

Kazi Mostafa Kamal



আজ ২৮ জুন ২০২৪ বিকাল চারটায় ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জননেতা মাস্টার এম এ মান্নান চেয়ারম্যান নয়া গণতান্ত্রিক পার্টি এনজিপি, কাজী আব্দুল্লাহ আল মামুন (ফারাক্কা মামুন) সভাপতি বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি -বাগপা,এএ এম ফয়েজ হোসেন সমন্বয়ক বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট, বশিরুল হক সিনহা প্রমুখ। 

সভায় সম্প্রতি ভারতের সাথে ১০ দফা সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে গভির উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশের সাথে ভারতের তিস্তা নদীর পানি নিয়ে যে আলোচনা তা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে ভারতের সাথে যে রেল চুক্তি স্বাক্ষরিত হয় তা অত্যন্ত লজ্জাজনক স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী।রেল চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ অক্টোপাসের মুখে আটকা পড়েছে। সভায় জনগণকে ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়। 

''ঢাকার বংশালে হরিজন পল্লীতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে ''এই সভা নিন্দা প্রস্তাব গ্রহণ করে। হরিজন সম্প্রদায় ও পরিছন্নতাকর্মী এক কথা নয়। হরিজনদের উচ্ছেদ করে মার্কেট বানানো বা অন্য কোন সম্প্রদায়ের লোক ওইখানে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আমরা তার নিন্দা জানাই। এই সভা হরিজন সম্প্রদায়ের ও তাদের ন্যায্য সংগ্রামের প্রতি সংহতি জ্ঞাপন করছে। 

সকল পন্যের মূল্য বৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতাই দায়ী। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দাবি উত্থাপন করছি। 

জনগণের প্রতি আহ্বান ভারতীয় রাজনৈতিক পণ্য, সাংস্কৃতিক পণ্য ও ভোগ্য পণ্য বর্জন অব্যাহত রাখুন। 

সভা সরকার ও ব্যবসায়ীদের অবাধ লুণ্ঠন দুর্নীতি লুটপাট দখল এবং সমগ্র আমরা তন্ত্র সহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রের কাঠামো অবকাঠামো গুলোকে পরিকল্পিতভাবে ধ্বংসের নিন্দা জানায়।অবিলম্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। 

সভা সর্বসম্মতিক্রমে কমরেড কাজী মোস্তফা কামাল নেতৃত্বাধীন বাংলাদেশের সাম্যবাদী দল -মার্কসবাদী লেলিনবাদী কে বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। - প্রেস বিজ্ঞপ্তি