News update
  • IsDB Group Business Forum Drives Sustainable Investment at WIC     |     
  • 163 bank accounts in Nayeemul Islam Khan's family      |     
  • Commonwealth to send election observers: Khosru     |     
  • UD case filed over Metrorail bearing pad victim at Farmgate     |     
  • One killed, 5 injured in gunfight between groups in Natore     |     

হেলমেট লীগের হিংস্রতা রক্ষী বাহিনীকে ছাড়িয়ে গেছে - মুসলিম লীগ

রাজনীতি 2024-07-17, 12:03am

kazi-abul-khair-4f638c66b1fcad92a4d88982ef5bee6f1721153073.png

Kazi Abul Khair



বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক ও ন্যায্য দাবীতে গনতান্ত্রিক ও শান্তিপূর্ন উপায়ে কর্মসূচী চলমান অবস্থায় আন্দোলনতরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সমন্বয়ে গড়ে তোলা হেলমেট লীগের নৃশংস ও হিংস্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতাসীনরা দিশেহারা হয়ে পড়েছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে স্বতস্ফূর্ততা ও সাধারণ জনগণের সমর্থন দেখে তারা বিচলিত হয়ে পড়েছে। গণজাগরণের ভয়ে অছাত্র ও ভাড়াটে দলীয় ক্যাডারদের একাট্টা করে হেলমেট বাহিনী হিসাবে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছে। হেলমেট লীগকে ইতিপূর্বে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন সময়ে বিরোধীদের উপর মধ্যযুগীয় কায়দায় ঝাপিয়ে পড়তে দেখা গেছে। রাজপথে পড়ে থাকা জ্ঞানহীন শিক্ষার্থীর বুকের উপর পা দিয়ে দাড়িয়ে থাকা, ছাত্রীদেরকে পিটিয়ে রক্তাক্ত করা, এমনকি হাসপাতালের ভেতরে প্রবেশ করে চিকিৎসারত আহত শিক্ষার্থীদের উপর পুনরায় হামলা করার বর্বরতা আইয়ামে জাহেলিয়াতের যুগেও ঘটেনি। এই হেলমেট বাহিনীর হিংস্রতা ও বর্বরতা রক্ষী বাহিনীকেও ছাড়িয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে অছাত্রদের অস্র-শস্র নিয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরবতা, হামলা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি, সরকারের উচু পর্যায়ের ব্যক্তিবর্গ কর্তৃক আন্দোলনকারীদের উসকানি সব এক পরিকল্পিত সাজানো নাটকের ইঙ্গিত দিচ্ছে। সন্তানসম শিক্ষার্থীদের উপর এরকম নৃশংস ও বর্বরোচিত হামলা অনভিপ্রেত এবং ক্ষমতাসীনদের দেউলিয়াত্বের উদাহরন। সারাদেশে এরকম ভাবে অসংখ্য শিক্ষার্থীকে কাপুরুষোচিত ও বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ মুসলিম লীগ। এ ঘটনায় জড়িত হেলমেট বাহিনীর বিচার দাবী করছি, এবং আহত শিক্ষার্থীদের আশু সুস্থহা কামনা ও গভীর সমবেদনা জানাচ্ছি। - প্রেস বিজ্ঞপ্তি