News update
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     
  • Curtain falls on a political giant as Khaleda Zia passes into history     |     

মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-07-23, 9:05pm

img_20240723_221437-e33db0a9086fc2f518dc499955f902d41721751300.png




দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ জুলাই) এক বিবৃতিতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।

সরকারপ্রধান বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির  কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা অচল হয়ে পড়েছে। নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রমও সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। বিবৃতিতে সমাজের বিত্তবানদেরও খেটে খাওয়া মানুষের জন্য সহায়তার হাত বাড়াতে অনুরোধ করেন শেখ হাসিনা।সময় সংবাদ।