News update
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     

বিএনপি সব সময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী : মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-07-24, 7:42pm

ertertertre-01972dcdd2441810ac502533f8cb3b9f1721828559.jpg




বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সব সময়ই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে বিশ্বাসী। এই দলটি সব সময় গণতন্ত্র, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘিরে বানোয়াট ও চরম মিথ্যাচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

মির্জা ফখরুল আরও বলেন, সারা দেশে বিএনপিসহ বিরোধী দল ও সাধারণ মানুষ যাদের গ্রেপ্তার তারা হচ্ছে তারা কেউই শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত নয়। আশ্চর্যের বিষয়, শুধু বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরাই নয়, প্রতিবন্ধী শিশু, পথচারী; এমনকি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, দেশের মানুষের ভাবমূর্তি বিদেশিদের কাছে ক্ষুণ্ন করার অপতৎপরতা শুরু করেছে সরকার।

মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের হত্যার দায় থেকে মুক্তি পেতে আওয়ামী সরকারের মন্ত্রী-নেতা ও প্রজাতন্ত্রের কিছু কর্মকর্তা মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক বক্তব্য দেওয়ার মাধ্যমে চলমান ঘটনাকে আড়াল ও ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভাবমূর্তি নষ্টের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে দেড় শতাধিক ছাত্র-জনতাকে নিষ্ঠুরভাবে হত্যার পর দোষীদের আইনের আওতায় না এসে নির্দোষদের ওপর জুলুমের খড়গ চালানো হচ্ছে। হত্যাকারী ও হামলাকারীদের অবিলম্বে আইনের মুখোমুখি দাঁড় করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি। এনটিভি