News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

ছাত্রসমাজের দাবি মেনে নিয়ে দেশে স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনুন

-পীর সাহেব চরমোনাই

রাজনীতি 2024-07-25, 7:14pm

download-01-61051b6d923e143c2d2677d9b0dd6d081721913277.jpeg

Mufti Shed Muhammad Retail Karim, Alder, IAB, Pit Shaheb of Chamonai.



ছাত্রসমাজের দাবি মেনে নিয়ে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে। সরকারের বিভিন্ন বাহিনীগুলো হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের বারান্দায় অবস্থানরত মানুষকেও খুন করে জঘন্য ইতিহাস সৃষ্টি করেছে। নৃশংসতার চিত্র যেন দেশে-বিদেশের মানুষ জানতে না পারে, সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করেছে। সেইসাথে গণমাধ্যমে নিয়ন্ত্রিত সংবাদ পরিবেশন করতে সেন্সরশিপ আরোপ করেছে ।

ইসলামী আন্দোলনের আমীর বিবৃতিতে বলেন, শত শত নাগরিক হত্যার বিচার উপেক্ষা করতে সরকার এখন নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাদের চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার ও খড়্গহস্ত প্রসারিত করছে।

মুফতী রেজাউল করীম বলেন, আপিল বিভাগের রায়ের পর সংসদে উত্থাপন না করে কোটা নিয়ে প্রজ্ঞাপন জারি শুভঙ্করের ফাঁকি ছাড়া কিছুই নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যান্য দাবি পূরণের কোনো উদ্যোগ নিচ্ছে না। গণহত্যা চালানোর পর আন্দোলনকারী নিরীহ ছাত্রদের দুষ্কৃতকারী আখ্যায়িত করছে সরকার। তিনি আরও বলেন, অমানবিক সব হত্যাকাণ্ড ঢাকতে সরকার বিরোধী রাজনৈতিক নেতাসহ অনেক নিরীহ-নিরাপরাধ মানুষকে গণহারে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সরকার স্থাপনা ধ্বংসের কথা বার বার বলেলেও শত শত ছাত্র-জনতা হত্যার ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন। তিনি বলেন, স্থাপনার চেয়ে মানুষের জীবনের দাম হাজার গুণ বেশি মূূল্যবান। পীর সাহেব গ্রেপ্তার ও নির্যাতনের পথ পরিহার করে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করার আহ্বান জানান। -  প্রেস বিজ্ঞপ্তি