News update
  • No need to be kind to election disruptors: EC to law enforcers     |     
  • No Media Faced Arson Attacks in 53 Years: Mahfuz Anam     |     
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     

পরাজিত শক্তি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে চায় - মুফতী সৈয়দ ফয়জুল করীম

রাজনীতি 2024-08-11, 12:32am

mufti-fayzul-karim-leading-a-demonstration-of-islami-andolan-in-dhaka-on-friday-26-jan-2024-a2d619de481ad0b95b22b160c4a7eb591723314740.jpg

Mufti Fayzul Karim leading a demonstration of Islami Andolan in Dhaka on Friday 26 Jan 2024.



ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের নজিরবিহীন পরাজয় নিশ্চিত হয় গত ০৫ আগস্ট। কিন্তু পরাজিত শক্তি নিজেদের অপরাধের পাল্লা আরও ভারি করতে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভ্যুত্থানের পর থেকে দেশকে অস্থিতিশীল করতে কোথাও ডাকাতি, কোথাও ভাংচুর-অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের সঙ্গে ঘুরেফিরে তাদের সম্পৃক্ততার খবর আসছে। এই পর্যায়ে তারা দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে মরিয়া হয়ে উঠেছে। যেখানে দিনরাত এক করে ছাত্র-জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মী এবং মাদরাসার ছাত্র-শিক্ষকরা সারাদেশে ধর্মীয় উপাসনালয় ও তাদের স্থাপনা পাহারা দিয়ে গোটা পৃথিবীতে নজীর স্থাপন করছে, সেখানে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা ফায়দা লোটার চেষ্টা করছে।

মুফতী ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সারাদেশে সড়কে নিরাপত্তা রক্ষায় ট্রাফিকের কাজ করেছে। ভয়াবহ চুরি-ডাকাতি এবং থানা ও অমুসলিমদের বাড়ী-ঘর রক্ষায় দিনরাত পাহারা বসিয়ে হেফাজত করেছে এবং এখনও তা অব্যাহত রাখছে। এরপরও যারা অমুসলিমদের বাড়ী-ঘর ও উপাসনালয়ে হামলার অজুহতা তুলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে, তারা পরাজিত শক্তি, তারা দেশের শত্রু, মানবতার শত্রু। তারা দেশ ঘুরে দাড়াক তা চায় না।

আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে  স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত বীরদের স্মরেেণ ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মুফতী হাফিজুল হক ফাইয়াজের সভাপতিত্বে এবং দক্ষিণ সাংগঠনিক সম্পাদক কেএম নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য শায়খুল হাদীস মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, আলহাজ খন্দকার গোলাম মাওলা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইঞ্জিনিয়ার শেখ মারুফ, মাওলানা আল আমিন সোহাগ, মুফতী শওকত ওসমান, মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, ওয়ালী উল্লাহ তালুকদার।

মুফতী ফয়জুল করীম বলেন, নতুন উপদেষ্টা পরিষদকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছে, সে পাচারকারীদের এই সরকার অবশ্যই বিচারের মুখোমুখি করবে। তিনি বলেন, ছাত্র-জনতা যখন বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে, তখন একদল মানুষ নৈরাজ্য করছে। দেশের বিভিন্ন জায়গায় দখলদারত্ব চালাচ্ছে, লুটপাট করছে, এসবের মূল উদ্দেশ্য ছাত্র-জনতার বিপ্লবকে ব্যর্থ করা। তাই ছাত্র-জনতাকে বলব, নৈরাজ্য রোধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করুন। সর্বাবস্থায় সকর্ত পাহারা বসিয়ে তাদের অপকর্মকে রুখে দিতে হবে।

কর্মসূচি : জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আগামীকাল ১১ আগস্ট ২০২৪, রোববার, সকাল ১০টায় সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘অন্তর্বতঅীকালীন সরকার: কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিভিন্ন ঘরানার খ্যাতিমান ওলামায়ে কেরাম। সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী। - প্রেস বিজ্ঞপ্তি