News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

পাঁচ মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-09-03, 12:16pm

ef63ba93c2b0ceda40bc75f726dbe4bde7e9275d735ef679-2397f8b1624891cee77b1f8a36bdcfa01725344215.jpg




মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটুক্তির অভিযোগে রাষ্ট্রদ্রোহসহ ৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালত এ রায় দিয়েছেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটুক্তি ও বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের অভিযোগ  এবং ৩টি মানহানীর মামলা।

রায় শেষে এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, চার বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া।

এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত। তথ্য সূত্র আরটিভি নিউজ।