News update
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     

ছাত্ররা কেন সচিবালয়ে-সরকারি দফতরে যাবে

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-10-13, 10:44pm

8963115b3107bd9c8ed112161161fbc865b05a4ce52a5204-efa0745bddcedf6b8c8df691773be0ec1728837842.jpg




বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ছাত্রদের আলাদা চোখে দেখছে বর্তমান সরকার। কিন্তু তার প্রশ্ন, ছাত্ররা কেন সচিবালয়ে ও বিভিন্ন সরকারি দফতরে যাবে?

রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রচার দলের আয়োজনে বিএনপির ভূমিকা প্রতিপাদ্যে আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।

গয়েশ্বর বলেন, ছাত্রদের অধিকার আদায়ে আমরা মাঠে নেমেছি বলেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রদের প্রতিটি আন্দোলনে বিএনপি পাশে ছিল, ছাত্রদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি বলেন, ‘আপনাদের সম্মান করি, তবে রাজনৈতিক নেতাদের অসম্মান করবেন, ঘৃণা করবেন এটা ঠিক না।’ 

বিএনপির এ নেতা আরও বলেন, ‘বর্তমান সরকার ব্যর্থ হলে ১৬ বছরের আন্দোলন ব্যর্থ হবে। আপনারা সফল হোন আমরা চাই। আমরা আপনাদের সাথে আছি।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে ৯০ ভাগ মানুষ ভোট কেন্দ্রে আসবে ভোট দিতে। অযথা সময় নষ্ট না করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন।

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার দেশের কল্যাণে অগ্রাধিকারমূলক কোনো কাজ করছে না।

এই সরকারের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ঘুম থেকে উঠে অনেকেই উপদেষ্টা হয়ে গেছেন।’ তথ্য সূত্র সময় সংবাদ।