News update
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     

দাবি আাদয়ের নামে গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এখতিয়ার নেই

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

রাজনীতি 2024-10-17, 9:08pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991729177734.png

Islami Andolan logo.



দুই দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার হুমকি ও দেশের ৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা পতিত সরকারের দোসর কিনা তা খতিয়ে দেখতে হবে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যারা দেশের মানুষকে কষ্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দিনেত হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকারের দেশত্যাগের পর তাদের প্রেতাত্মারা বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই চক্র কখনো আনসারের নামে, কখনো গার্মেন্টস শ্রমিকের নামে, কখনো উপজাতির নামে কখনো পল্লী বিদ্যুতের নামে চক্রান্ত করে দেশকে অকার্যকর করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে যে দাবি আদায়ের ডাক দিয়েছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। মানুষ টাকা দিয়ে বিদ্যুৎ লাইন নিয়েছে। কতিপয় কর্মকর্তাদের দাবি আদায়ের নামে লক্ষ লক্ষ গ্রাহককে বিদ্যুৎহীন করে রাখা কোন ভাবেই সমর্থণ করা যায় না। জনগণ বা গ্রাহকগণ কোন দোষ করেনি। কেন তাদেরকে বিদ্যুৎহীন করে রাখা হয়েছে। তিনি জরুরিভাবে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। - প্রেস বিজ্ঞপ্তি