News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

লন্ডনের পথে মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-11-30, 9:07am

img_20241130_090318-ebacf187036032c7d60efd5441aeaa541732936039.jpg




১০ দিনের সফরে আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১ নম্বর) সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে, শুক্রবার (২৯ নভেম্বর) বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনূস আলী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সস্ত্রীক ঢাকা ছাড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে লন্ডনে তিনি বিএনপির দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন।

জানা গেছে, বিএনপি মহাসচিব দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করার ইস্যু নিয়ে মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন।

এরই মধ্যে মির্জা ফখরুলকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি, এমনটি জানিয়ে সেখানকার বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে তারা বিমানবন্দরে যাবেন। পরে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর বিকেলে রয়েল রিজেন্সিতে ‘বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান বক্তা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, সবশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মির্জা ফখরুল দুইবার লন্ডন গিয়েছিলেন। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম তিনি সরাসরি লন্ডনে যাচ্ছেন।

আরটিভি