Charmonai Pir Saheb, Mufti Syed Muhammad Rezaul Karim.
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ।
আজ রবিবার এক অভিনন্দন বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এর কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভমিকা পালন করবেন বলে মনে করি। দেশের উন্নয়ন-অগ্রগতি, নাগরিক ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করবেন। আধিপত্যবাদী ভারত ও পশ্চিমাদের ভয়াল থাবা থেকে জনগণকে সতর্ক ও সজাগ রাখতে কাজ করে যাবেন বলে বিশ্বাস করি। সেইসাথে দেশি-বিদেশি সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে কান্ডারীর ভূমিকা পালন করবেন এটাই আমার প্রত্যাশা।
নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য ও উন্নত জীবনের জন্য মহান রব্বুল আলামিনের মদদ কামনা করছি। - প্রেস বিজ্ঞপ্তি