News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ফখরুলের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-12-14, 11:08am

0aed970fcaa938a092b3319d90cf6e1283817e263ed6609e-1-d30ed982668016403492e7b1e24d1fe21734152905.jpg




নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র আর জনগণের কাছ থেকে সরে যাওয়ার করণেই জনবিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ। তাই আজকে তাদের এই পরিণতি।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।

এসময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফখরুলের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল ছাড়াও সাধারণ মানুষ শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। হাজারো মানুষের শ্রদ্ধায় সিক্ত হন শহীদ বুদ্ধিজীবীরা। তাদের আত্মার মাগফেরাত কামনাও করেন তারা৷ সময় সংবাদ।