আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর।
ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন- ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ (সদর-হরিনাকুণ্ডু) আসনে জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মতিউর রহমান ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে কালীগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু তালেব।
ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দলীয় প্রার্থী ঘোষণা করবে জামায়াত। এর অংশ হিসেবে ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। আরটিভি