News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি: গোলাম পরওয়ার

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-24, 8:15am

img_20250324_081210-f00232e59efb06e44027be11a1f8e7ca1742782512.jpg




বাংলাদেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আবারও কোনো কোনো রাজনৈতিক নেতার ওপর ভর করছে। যে কারণে ওইসব রাজনৈতিক নেতারা আওয়ামী লীগকে পুনর্বাসনের সুর দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্বতীকালীন সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, তখনই নতুনরূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালানো হচ্ছে। এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে।’

তিনি আরও বলেন, 

আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহীদরা আমাদেরকে দেখিয়ে গেছে জীবন দিয়ে হলেও এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রতিটি স্তরে আল কোরআনের বিধান কায়েমের সবাইকে এগিয়ে আসতে হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন না থাকলে ব্যক্তি জীবনে আল্লাহর আইন মানা সম্ভব নয়। এ জন্য আগামী দিনের রাষ্ট্র কাঠামো হোক ইসলামের, পবিত্র কোরআনের।’ 

পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আল্লাহ যেহেতু পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, সেহেতু সর্বস্তরে কোরআনের আইন থাকতে হবে।’ জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি বরকতপূর্ণ দেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, জাগপার মহানগর সভাপতি মো. সালাহউদ্দিন মিঠু, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। 

উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক স ম এনামুল হক, এডভোকেট লিয়াকত আলী, অধ্যাপক আব্দুর রব, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মাওলানা শারাফাত হোসেন, অধ্যাপক আব্দুল্লাহ নূর, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মোহাম্মদ আশরাফুল আলম, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুক্তার হুসাইন, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, রূপসা উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ আবু ইউসুফ, দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী, উত্তর জেলা সভাপতি আবু ইউসুফ ফকির, কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, খুলনা সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মনিরুল ইসলাম, বিএল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক আনিস অর রেজা। 

এছাড়াও এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি এম এ হাসান, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, সাংবাদিক নেতা মুনীর উদ্দনি আহমেদ, এরশাদ আলী, আব্দুল খালেক আজীজী, আব্দুর রাজ্জাক রানা, মুহাম্মদ নূরুজ্জামান, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম বাবলু, কামাল হোসেন, সেলিম গাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে সবশেষ ২০১৩ সালে নগরীর শিববাড়ি মোড়স্থ হোটেল স্কাইভিউতে খুলনা জেলা জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। সময়