News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

আগামী দিনের নীতি জনবান্ধব রাজনীতি: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-08-04, 9:10pm

img_20250804_210735-81e53e95758ce336d3a82bf07d4e5e4a1754320217.jpg




দেশ নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জনগণের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি তাদের আস্থা অর্জনে যুবদল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুবদল আয়োজিত যুব-সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের আগামী দিনের নীতি জনবান্ধব রাজনীতি। আমাদের লক্ষ্য মানুষের বাক স্বাধীনতা, ভোটের অধিকার নিশ্চিত করা। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। আমাদের এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগনের আস্থা অর্জন করতে পারলেই আপনি নেতা। জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন।

১৭ বছর দেশের মানুষ অত্যাচার, গুম, খুনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, অভ্যুত্থানের শহীদদের আমরা যদি সত্যিকারের সম্মানিত করতে চাই, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা নিজেদের অধিকারের কথা বলতে চেয়েছিলেন, তাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। দেশের ছাত্র ও যুব সমাজ যারা দেশকে গড়ে তুলবে, এগিয়ে নেবে, যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যাশিত দেশ গড়ে তুলব আমরা।

কর্মমুখী শিক্ষা কারিকুলামের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, আমাদের বেশিরভাগ শিক্ষিত তরুণ বেকার অবস্থায় রয়েছে। এর অন্যতম কারণ আমাদের শিক্ষা কারিকুলাম। কর্মমুখী শিক্ষা ও কারিকুলাম বাস্তবায়নে বিএনপি কাজ করছে। স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারিগরি অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর মধ্যদিয়ে দক্ষ জনশক্তি রফতানি আমাদের লক্ষ্য।

এছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্প উৎপাদন ও রফতানি নিয়েও কাজ চলছে জানিয়ে তিনি বলেন, কীভাবে উৎপাদন বাড়ানো যায় সে চেষ্টা আমরা করব। আমরা যদি ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে আরও মানুষের কর্মসংস্থান হবে। আর কর্মক্ষম জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা হবে।

এ সময় তরুণদের জন্য বহু ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, সারাদেশের স্বাস্থ্য সেবাখাতকে নতুন করে সাজানো হবে। নতুন কর্মসংস্থান তৈরি হবে। ইউনিয়ন পর্যন্ত প্রতিটি গ্রামে এই সেবা পৌঁছে যাবে।, সম্পৃক্ত হবেন নারীরাও।

এ সময় পরিবেশের ওপর গুরুত্বরোপ করে তিনি বলেন, ক্ষমতায় এলে ৫ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগানো হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া খাল খনন কর্মসূচি আমরা আবার শুরু করব। দেশের কৃষকদের বাঁচাতে, আমরা আবার সব নতুন করে শুরু করব।

তারেক রহমান বলেন, জনগণ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। আর পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনসমর্থন ও জনগণের সহযোগিতা।