News update
  • As debate over the location of climate conference razes on, will COP fail this time too?     |     
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     
  • UN Warns Wildfires and Climate Change Worsen Air Quality     |     
  • OIC Hails Belgian Declaration of Intent to Recognize Palestinian State      |     
  • Bomb blast kills 15 near political rally in Pakistan     |     

আওয়ামী লীগ ভারত ও জামায়াত পাকিস্তান পন্থী দল: রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-05, 8:56pm

7d0942da185cad6ad98fbf6917b59ebce41a605f9a174efe-3f3cd5bae58a9aadff34ac6fa032a5c51757084192.jpg




আওয়ামী লীগ ভারপন্থী ও জামায়াতে ইসলামী পাকিস্থাপন্থী দল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে।

রিজভী বলেন, এ সময় আওয়ামী লীগ প্রমাণিত ভারপন্থী আর মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ঘোষণা দিয়ে জামায়াতে ইসলাম ভূমিকা রেখেছিল।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ভিত্তি তারেক রহমানের তৈরি উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, প্রযুক্তি ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তিনি স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছেন।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, নারী প্রগতি, নারীর উন্নয়ন ও নারীর অধিকারের ব্যাপারে নিষ্ক্রিয় থাকেন  তিনি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন না।

এ সময় তিনি বলেন, ছাত্র শিবিরের ভিপি ও জিএস প্রার্থী অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে গণতান্ত্রিক আন্দোলন দমনে কাজ করেছে বলে।

ছাত্রশিবিরকে নিয়ে সমালোচনা করলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে ডাকসুর অন্যান্য প্রাপ্তি ও সাধারণ শিক্ষার্থীদের বুলিং করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বগুড়া স্বেচ্ছাসেবক দলের এই আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।