News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই একমাত্র সমাধান -ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

রাজনীতি 2025-09-17, 11:59pm

jatiya-oikya-jote-held-a-national-dialogue-at-the-dhaka-reporters-unity-auditorium-on-wednesday-d58b995e31c03f8d5894a719587eb6881758131951.jpg

Jatiya Oikya Jote held a national dialogue at the Dhaka Reporters Unity auditorium on Wednesday.



জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী। তিনি বলেন, সংবিধান সংশোধন, সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার করা জুলাই বিপ্লবের অন্যতম দাবি।

রাজধানীর সেগুন বাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির হলে ইসলামী জাতীয় ঐক্যজোটের জাতীয় সংলাপে প্রবন্ধ পাঠ করে তিনি। এতে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রবন্ধে বেশ কয়েকটি দাবি জানান তিনি। ১.জুলাই যোদ্ধাদের কোন রূপ বিচার, শাস্তি, তাদের কাজের জন্য তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যাবে না। ২. জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর কোন বিরুপ মতামত গ্রহণ করা যাবে না। ৩. জুলাই যোদ্ধাদের হত্যাকারীদের বিচার ও গুম ঘরে আটক, শাস্তি দান কারীদের বিচার ছাড়া নির্বাচন হতে পারবে না। ৪. জুলাই সনদের স্বীকৃতি দান না কারীদের নির্বাচনে অংশ গ্রহণ ও রাজনীতি করতে দেওয়া হবে না। ৫. জুলাই সনদ কোন নাগরিকই, সে রাজনীতিবিদ হোক বা প্রশাসনের কেউ হোক বা সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর কেউ হোক, অমান্য করতে পারবেনা। ৬. জুলাই সনদে রাষ্ট্রীয় মুলনীতি বা আদর্শ নির্ধারণ করা হলো। যা ঃ ৯২% মুসলমানদের ধর্ম ইসলাম, ইসলামের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, ইসলামের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস। সকল ধর্মের ভিত্তি ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল এবং গনতন্ত্র। সকল ধর্ম পালনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। ৭. জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকলেরই চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক ভাতা ইত্যাদির ব্যবস্থা রাষ্ট্র গ্রহন করবে। ৮. শাপলা হত্যাকান্ডের বিচার ও হেফাজতের দাবি সমূহ মানতে হবে। ৯. পিলখানা হত্যাকান্ডের ন্যায্য বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। - প্রেস বিজ্ঞপ্তি