News update
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     

আলোচনা চলাকালে রাজপথে নামা দ্বিচারিতা: সালাহউদ্দিন আহমদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-21, 7:50am

060716b4f7d1868ee515303ad1cda35815778d24c0eea862-978383437a86953edb98e202b0aa5a7b1758419438.jpg




বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচনা চলাকালে রাজপথে নামা দ্বিচারিতা। টেবিলে আলোচনার পাশাপাশি মাঠে আন্দোলন সবিরোধিতা। কেউ কেউ বলছেন নির্বাচনে ইসলামের জন্য একটা বাক্স হবে, এটা ইসলামের বাক্স নয়, রাজনীতির বাক্স। এভাবে বিভক্তি ঠিক নয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে শায়খুল হাদীস পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে শায়খুল হাদীস পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে শায়খুল হাদীস পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।  

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে বিভাজন সৃষ্টি করতে চাই না। আওয়ামী লীগের মতো চেতনা ব্যবসা করতে চাই না। আমরা বিভক্তি নয় ঐক্য চাই।

কেউ নিজেকে জুলাইয়ের একক ধারক বাহক ভাবলে বিভক্তি তৈরি হবে। বিভক্তি নয়, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য চাই। আমরা জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সম্মান করি তবে জুলাই নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

আর কখনো ফ্যাসিবাদী আওয়ামী লীগের উত্থান হতে দেয়া হবে না-এ কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের মৃত্যু ঢাকায় আর দাফন দিল্লিতে। আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, 

আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই। আওয়ামী লীগ কোনো দিন গণতন্ত্রের পক্ষে কাজ করে নাই। আওয়ামী লীগ এতদিন যাদের জন্য কাজ করেছে এখন সেখানেই আশ্রয় নিয়েছে। বাংলাদেশকে কেউ যেন ভিনদেশীদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সেজন্য আলেমরা পরামর্শ দিবেন।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের আন্দোলন জুলাই অভ্যুত্থানের সোপান তৈরি করেছিল বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ  সদস্য।

অনুষ্ঠানে দেশে মানবাধিকার কমিশনের কার্যালয় ও স্কুলে গানের শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা।