News update
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     

তারেক রহমানের ৩১ দফার সমর্থনে ফরিদগঞ্জে বিএনপির মো. হুমায়ুন কবির বেপারী

রাজনীতি 2025-10-11, 10:48pm

humayun-kabir-bepari-on-saturday-organised-a-camaign-on-the-31-point-programme-of-tariqur-rahman-at-chandpur-faridganj-ares-92bedf2d2f91a02b23d6e5b3a0d13b741760201284.png

Humayun Kabir Bepari on Saturday organised a camaign on the 31-point programme of Tariqur Rahman at Chandpur-4 Faridganj area.



ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নির্বাচনী আবহ সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির বেপারীর পক্ষে এক ব্যতিক্রমী প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত জাতির ভবিষ্যৎ রূপরেখা '৩১ দফার' সমর্থনে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়ারহাট বাজারে এই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ও ঘোষিত ৩১ দফার প্রজ্ঞার আলোকেই রচিত হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। বক্তৃতায় তারা বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাঁরা রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, আগামী নির্বাচনে দল তাঁদের যথাযথভাবে মূল্যায়ন করবে বলে গভীর আশা প্রকাশ করেন।

উপস্থিত নেতা-কর্মীরা তাঁদের বক্তব্যে মো. হুমায়ুন কবির বেপারীকে একজন 'ক্লিন ইমেজ' সম্পন্ন নেতা হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, তাঁর সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে দল নিশ্চয়ই তাঁকে ফরিদগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রদান করবে।

একইসঙ্গে, দল চূড়ান্তভাবে যাঁকেই মনোনয়ন দেবে, তাঁর বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

এই প্রচার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক সাবের হোসেন খোকন, চাঁদপুর শহর সাংস্কৃতিক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা সভাপতি আবুল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক নজির আলী খান, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মুজাম্মেল হোসেন বাপ্পি সহ অন্যান্য স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।