
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের জোটে নতুন আরও দুটি দল যোগ দিয়েছে।
দল দুটি হলো–জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে এলডিপির পক্ষে কর্নেল (অব.) অলি আহমদ উপস্থিত থাকলেও এনসিপির পক্ষে কাউকে দেখা যায়নি।
জামায়াতের আমির বলেন, এনসিপির সঙ্গে একটু আগে আমাদের বৈঠক সমাপ্ত হয়েছে। তারা এখানে আসার সময় ও সুযোগ পাননি। তারা একটা মিটিং করে আজকে রাতেই এ বিষয়ে পরিষ্কার জানিয়ে দেবেন। নাহিদ ইসলামের সঙ্গে আমাদের সকলের সরাসরি কথা হয়েছে। তিনি তাদের সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন। তারা প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন।