News update
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     
  • Tarique Rahman, Daughter Zaima Added to Voter List     |     
  • NCP and LDP Join Jamaat-Led Eight-Party Alliance     |     
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     

লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমের মনোনয়ন ফরম সংগ্রহ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-29, 12:05am

img_20251229_000326-a00214dc30614746b2f25a9f38a6a2a41766945150.jpg




অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। 

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মাহফুজ আলমের বাড়ি রামগঞ্জ উপজেলায়। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই আসনে তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হলো।

এদিকে একই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি মাহফুজ আলমের ভাই। তাদের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এনসিপির নেতা-কর্মীরা তার হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিন মাহফুজ আলমের মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয় বলেও জানান তিনি।

মাহফুজ আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জের ইউএনও ফারাশিদ বিন এনাম। তিনি বলেন, মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার ভাই মাহবুব আলম এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এদিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বিএনপির শাহাদাত হোসেন সেলিম, স্বতন্ত্র সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, এনসিপির মাহবুব আলম, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণ অধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এমএ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, স্বতন্ত্র এমএ গোফরান।