
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। বিরতি শেষে আবারও মাঠে ফিরেছে বিপিএল। তবে ম্যাচ শুরুর আগে আবারও সম্মান জানানো হলো খালেদা জিয়াকে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ম্যাচ শুরুর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল খালেদা জিয়ার ছবি। পাশে লেখা আমরা শোকাহত। দুই দলের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করলেন, সঙ্গে কোচিং স্টাফরাও। খালেদা জিয়ার সম্মানে পালন করা হলো নিরবতা। এ সময়ে দোয়া করতে দেখা গেলো কাউকে কাউকে।
এর আগে গত মঙ্গলবার খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছিল বিপিএলের দুটি ম্যাচ। আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে সেই ম্যাচ দুটি। অন্যদিকে, গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটার এবং কোচিং স্টাফরা খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন।
এদিকে, দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক সিলেট টাইটান্স আর ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় জয়ের লক্ষ্যে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
ঢাকার অধিনায়ক মিঠুন বলেন, ‘আবহাওয়া অনেক কুয়াশাচ্ছন্ন। যে কারণে উইকেট কিছুটা নরম। দেখে মনে হচ্ছে, প্রথম ৫-৬ ওভার বোলরারা ভালো সহায়তা পাবে।’
সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। বর্তমানে আমাদের ভালো ব্যাটিং লাইন আছে, ব্যাটাররাও ভালো করছে। আশা করি ভালো একটা স্কোর করতে পারব।’
দুই দলই সবশেষ ম্যাচ থেকে একাদশে পরিবর্তন এনেছে। এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে সিলেট। পাকিস্তানের পেসার সালমান ইরশাদের জায়গায় খেলবেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
অন্যদিকে, দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। চলতি আসরে প্রথমবার মাঠে নামছেন তাসকিন আহমেদ। আর জিয়াউর রহমান শরিফির পরিবতে একাদশে সুযোগ পেয়েছেন জুবাইর আকবরী।
ঢাকা ক্যাপিটালসের একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, উসমান খান, জুবাইর আকবরী, নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, সালমান মির্জা।
সিলেট টাইটান্সের একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইম আইয়ুব, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, রনি তালুকদার, জাকির হাসান, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই।