News update
  • Record low ADP execution rate clouds performance in 2025     |     
  • Special prayers held nationwide for Khaleda after Jumma prayers     |     
  • Vandalism at Chattogram Airport for food after flight cancellations     |     
  • Nomination of Nagorik Oikya’s Manna, six others scrapped in Bogura     |     
  • Bangladesh Gets Record $32.8bn Remittance in 2025 Year     |     

তারেক রহমানের উপস্থিতিতে গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-02, 5:53pm

ertrwerwe-df64ca85f47ebd884fbbb07315286df61767354780.jpg




সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে গুলশানের আজাদ মসজিদে বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ পর্যায়ের একঝাঁক নেতা।

বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই মাহফিলে আজাদ মসজিদ প্রাঙ্গণ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রিয় নেত্রীর স্মরণে আয়োজিত এই বিশেষ প্রার্থনা সভায় অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হয়ে অশ্রু বিসর্জন দিতে দেখা যায়।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়। মোনাজাতে তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব, যেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও আমিনুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো কর্মী শরিক হন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম জিয়ার আদর্শ ও দেশপ্রেমকে পাথেয় করে আগামী দিনে জনগণের অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। দোয়া মাহফিল শেষে সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।