News update
  • Govt Plans to Keep Two State Banks, Merge Remaining Ones     |     
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     

এক দিনেই ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-21, 3:03pm

tretewtewr-eead5110de488ce1c48489b54f2d52b41768986205.jpg




সিলেট শহর থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার কাজ শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এক দিনেই ৭টি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার উপদেষ্টা ড. মাহাদী আমিন। এ কথা জানান।

তিনি বলেন, সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ (বুধবার) রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে হয়রত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

এরপর তারেক রহমান মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকায় ও নারায়ণগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

মাহাদী আমিন বলেন, এসব সমাবেশে অংশগ্রহণ শেষে বৃহস্পতিাবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন তারেক রহমান।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণঅভ্যুত্থানে বিএনপি ও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনবদ্য ও অভূতপূর্ব ভূমিকা ছিল। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতাদের পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে যাবেন। দেশের জন্য তাদের যে সংগ্রাম তাকে মূল্যায়িত করবেন।

সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কিছু ত্যাগী সংগ্রামী তরুণ নেতারা। পরবর্তী সফরেও ত্যাগী নেতারা সম্পৃক্ত হবেন ইনশাল্লাহ।

মাহাদী আমিন বলেন, নির্বাচনী প্রচারণার শুরুতে বুধবার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২২ জানুয়ারির প্রথম প্রহরে ঢাকার লেকশোর হোটেলে থিম সং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহসহ কমিটির সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

মাহাদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বিশ্বাস করি ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই নির্বাচন আচরণবিধির পূর্ণাঙ্গ প্রতি পালনের মধ্য দিয়ে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতন্ত্র চর্চার মাধ্যমে এ নির্বাচন একটি অনন্য দৃষ্টি স্থাপন করতে পারবে ইনশাল্লাহ।

তিনি জানান, সিলেটের পর পরবর্তী সফর হবে চট্টগ্রামে। সেটা পরে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাকরিয়া, জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।