News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2022-06-19, 5:18pm

image-46841-1655626894-3ac926794d6e8ed282593820abc9d58d1655637508.jpg




সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের  ক্লাস ও পরীক্ষা ৩০ জুন পযর্ন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, ভারী বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট বণ্যায়  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তলিয়ে গেছে। এমন অবস্থায় ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরো জানান, শনিবার সকালের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি দেখা দেয়। ক্যাম্পাসের আশপাশের সড়কেও একইভাবে পানি জমে থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। এ কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এরআগে শুক্রবার বন্যার কারণে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। তথ্য সূত্র বাসস।