News update
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     

সিদ্ধেশ্বরী গালর্স কলেজের প্রাক্তন অধ্যক্ষের ইন্তেকাল

শিক্ষকতা 2022-07-05, 8:50pm

Sayeda Shamseyara Hossain



ঢাকা, ৫ জুলাই: রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরী গালর্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা শামসেয়ারা হোসেন সোমবার সন্ধ্যা ৭টায় উত্তরায় ১৩ নং সেক্টরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার বাদ ফজর উত্তরায় ১৩ নং সেক্টরে গাউসুল আজম মসজিদে মরহুমার নামাজে জানাজা অনু্ষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে তার বাবার কবরে দাফন করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সৈয়দা শামসেয়ারা হোসেন ১৯৬৬ থেকে ২০০৮ পর্যন্ত সিদ্ধেশ্বরী গালর্স কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।