News update
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     
  • UN Warns Conflicts Are Devastating Ecosystems Worldwide     |     
  • Flood-hit Kurigram char residents see little hope in politics, elections     |     
  • Air quality of Dhaka continues to be ‘unhealthy’ Friday morning     |     
  • BNP pledges to implement signed July Charter     |     

সাংস্কৃতিক ব্রত, সাংস্কৃতিক শিল্পের সমৃদ্ধি ও বিকাশ

ওয়াং হাইমান ঊর্মি শিল্প-কারুশিল্প 2023-01-19, 3:39pm

wdasdasdasfa-1c3b478dbd1be4eac8a4147ac10f62ad1674121157.jpg




সংস্কৃতি হল একটি জাতির আধ্যাত্মিক জীবন। সাংস্কৃতিক আত্মবিশ্বাস আরও মৌলিক, বিস্তৃত ও গভীর; একটি দেশ বা জাতির উন্নয়নে সবচেয়ে মৌলিক, গভীরতম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী শক্তি।

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কুড়িতম জাতীয় কংগ্রেসে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের উপস্থাপিত প্রতিবেদনে জাতীয় উন্নয়নের দৃষ্টিকোণ থেকে ‘সাংস্কৃতিক আত্মবিশ্বাস ও আত্ম-উন্নয়ন এবং সমাজতান্ত্রিক সংস্কৃতির নতুন গৌরব প্রতিষ্ঠা’-কে প্রধান কাজ হিসেবে চিহ্নিত করা হয়।

প্রতিবেদনে জাতীয় পুনরুজ্জীবন এবং ‘সাংস্কৃতিক ব্রত ও সাংস্কৃতিক শিল্পের বিকাশের’ জন্য একটি মৌলিক দিক্-নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংস্কৃতিক ব্রত ও সাংস্কৃতিক শিল্পের বিকাশ সমাজতান্ত্রিক সংস্কৃতির বিকাশ এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রকে সমুন্নত ও বিকাশের জন্য সহায়ক। এটি জনগণের সাংস্কৃতিক চাহিদা আরও ভালভাবে মেটাতে এবং একটি উন্নত জীবনের জন্য জনগণের নতুন প্রত্যাশা পূরণেও সহায়ক। চীনা কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং এ সংক্রান্ত বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক সংস্কৃতির সমৃদ্ধি ও বিকাশের কথা সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসের প্রতিবেদনেও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার নতুন যাত্রায়, ফ্যাশনে নেতৃত্বদান, জনগণকে শিক্ষিত করা, ও সমাজের সেবায় সংস্কৃতির ভূমিকা অনস্বীকার্য। যদি কোনো দেশের সাংস্কৃতিক উদ্ভাবন ও সৃষ্টির ক্ষমতা যথেষ্ট শক্তিশালী না হয় এবং সাংস্কৃতিক পণ্য ও পরিষেবার সংখ্যা ও মান কম হয়, তবে সেই দেশের পক্ষে আন্তর্জাতিক মর্যাদা ধরে রাখা কঠিন।

জনগণের সাংস্কৃতিক অধিকার এবং স্বার্থ রক্ষা করার, মানুষের জীবনযাত্রার মান উন্নত করার এবং সাংস্কৃতিক বিকাশের ত্রুটিসমূহ দূর করার জন্য গণ সাংস্কৃতিক পরিষেবার বিকাশ জরুরি।

সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, প্রেসিডেন্ট সিকে নিয়ে পার্টির কেন্দ্রীয় কমিটি স্পষ্টভাবে জনসাধারণের সাংস্কৃতিক পরিষেবার স্তরের উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এর পর পাবলিক কালচারাল সার্ভিস গ্যারান্টি আইন এবং পাবলিক লাইব্রেরি আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয় এবং রাজ্য পরিষদের সাধারণ কার্যালয় ‘আধুনিক পাবলিক কালচারাল সার্ভিস সিস্টেমের নির্মাণকে ত্বরান্বিত করার বিষয়ে মতামত’ জারি করেছে। ‘ন্যাশনাল বেসিক পাবলিক কালচারাল সার্ভিস গাইডেন্স স্ট্যান্ডার্ডস (২০১৫-২০২০)’-এর মতো ডকুমেন্ট চীনের পাবলিক কালচারাল সার্ভিস সিস্টেম নির্মাণকে প্রচার করেছে।

সাংস্কৃতিক ঐতিহ্য যেমন সাংস্কৃতিক ধ্বংসাবশেষ, প্রাচীন বই এবং অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বাহক এবং সমগ্র মানবজাতির সাধারণ সম্পদ। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, প্রেসিডেন্ট সি-কে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটি বর্তমান সময়ে সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষাকাজকে গুরুত্ব দিয়েছে। ধ্বংসাবশেষ সংরক্ষণের কাজ, বিপ্লবী সাংস্কৃতিক অবশেষ সংরক্ষণের কাজ, এবং অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষাকাজ দেশে সুষ্ঠুভাবে চলছে।

আধুনিক সাংস্কৃতিক শিল্পব্যবস্থা এবং সাংস্কৃতিক বাজারব্যবস্থা সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান। এটি জাতীয় অর্থনীতির উন্নয়নে এবং জনগণের সাংস্কৃতিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, প্রেসিডেন্ট সি-কে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটি সাংস্কৃতিক শিল্পের বিকাশের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সি জোর দিয়ে বলেছেন, সাংস্কৃতিক শিল্পের উচ্চ-মানের উন্নয়ন, আধুনিক সাংস্কৃতিক শিল্পব্যবস্থা ও বাজারব্যবস্থার উন্নতি, বিভিন্ন সাংস্কৃতিক বাজারের স্টেক হোল্ডারদের বিকাশ, নতুন সাংস্কৃতিক বিন্যাস ও সাংস্কৃতিক ব্যবহারের মডেল তৈরি করা প্রয়োজন।

সংস্কৃতি হল পর্যটনের প্রাণ, এবং পর্যটন হল সংস্কৃতির বাহক। দুটি অবিচ্ছেদ্য এবং দুটির মধ্যে একটি প্রাকৃতিক সংযোগ রয়েছে। সাংস্কৃতিক ব্রত, সাংস্কৃতিক শিল্প এবং পর্যটনের সমন্বিত উন্নয়নের প্রচার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত, যা পার্টির কেন্দ্রীয় কমিটি নিয়েছে। পার্টি ও দেশের সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে এক্ষেত্রে নতুন প্যাটার্ন গ্রহণ করা হয়েছে। সি চিন পিং সংস্কৃতি ও পর্যটনের সমন্বিত বিকাশের উপর এক ধারাবাহিক বক্তৃতা দিয়েছেন।

তিনি বলেছেন, সাংস্কৃতিক শিল্প ও পর্যটন শিল্প অবিচ্ছেদ্য। আমাদের অবশ্যই পর্যটন শিল্পের বিকালে নিজস্ব সংস্কৃতিকে ব্যবহার করার উপর জোর দিতে হবে। সংস্কৃতি ও পর্যটনের সমন্বিত বিকাশ জরুরি।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)