বরগুনায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী লোক উৎসব ২০২৩।
শুক্রবার (৩ মার্চ) বিকেল ৫টায় বরগুনা সার্কিট হাউস মাঠে এ উৎসবের উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুস চন্দ্র দে। বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে সাজানো হয়েছে তিনদিন ব্যাপী এ লোক উৎসব।
লোকউৎসবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বরগুনার কৃতি সন্তান মীর সাব্বির, সংগীত শিল্পী ঐশী, নৃত্য শিল্পী সিনথিয়া ইয়াসমিন, নন্দন কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা এমআর ওয়াসেক, নৃত্য পরিচালক সাব্বির আহমেদ খান বিজু এবং মুরাদ জামান খানসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
নাঈম খান ডান্স কোম্পানি ও বরগুনা লোকউৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী এ উৎসবে থাকবে লোকসংগীত, লোকনৃত্য, লোকনাট্য, যাত্রাপালা, হয়লা গীত, বাউল গান, পুঁথি পাঠ, সূচিকর্ম, ঘুড়ি ও ফানুস উড়ানোসহ নানা অনুষঙ্গ।
এছাড়া শিশুদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা, চলচ্চিত্র প্রদর্শনী এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে এ উৎসবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।