ঢাকার রাশিয়ান হাউজে বার্ষিক বৃহৎ আকারের সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান টোটাল ডিকটেশন ২০ এপ্রিল ২০২৪, অনুষ্ঠিত হয়, যার লেখক ছিলেন গদ্যকার, প্রাবন্ধিক ও সম্পাদক আনা মাতভিভা।
৩০ জন অংশগ্রহণকারী শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছিল, তাদের মধ্যে ছিলেন স্কুলশিক্ষার্থী, শিক্ষার্থী ও সাংবাদিক ইত্যাদি ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা উৎসাহের সাথে ডিকটেশনের উপর মতবিনিময় করেন, বানান ও যতিচিহ্নের নিয়ম স্মরণ করেন ।