News update
  • CA Prof Yunus holding talks with 12 more political parties     |     
  • Meghna swells flooding Chandpur coasts; fish farmers hit hard     |     
  • Maritime ports asked to hoist local cautionary signal No. 3     |     
  • Death toll in Uttara jet crash now 34 as another child dies     |     

শিল্পী মোঃ জিয়াউর রহমানের দ্বিতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী 'ইনার স্পিড'

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-05-24, 4:07pm

khdfwiruiweop-6b2070bddecc81ff30983ddd527d53b11716545264.jpg




আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা শিল্পী মোঃ জিয়াউর রহমানের দ্বিতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী 'ইনার স্পিড'-এর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৪ মে ২০২৪ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় লা গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস, শিল্পী রণজিৎ দাস, সমালোচক মইনুদ্দীন খালেদ, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট নাহিদ মাহতাব এবং মঈন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুনতাসির মঈন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মানিত অতিথি হিসেবে ।

শিল্পী মোঃ জিয়াউর রহমানের জন্ম ও বেড়ে ওঠা শীতলক্ষ্যা নদী ও নারায়ণগঞ্জ রেলস্টেশনের তীরে। মানুষ ও প্রকৃতি দুটোকেই বোঝা তাঁর আজীবনের প্রচেষ্টা। জিয়াউর রহমানের সবচেয়ে বড় প্রেরণার উৎস প্রকৃতি। তিনি তাঁর শৈল্পিক উপলব্ধির মাধ্যমে অত্যন্ত যত্নের  সাথে প্রকৃতি থেকে সমস্ত ধরণের উপাদান গ্রহণ করেন এবং তারপরে তিনি তাঁর চিত্রকলায় সেগুলোকে নান্দনিকতার সাথে ফুটিয়ে তোলেন। তিনি নারায়ণগঞ্জ চারুকলা কলেজ থেকে অঙ্কন ও চিত্রকলায় স্নাতক এবং ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে স্নাতকত্তর সম্পন্ন করেন। 

প্রদর্শনী প্রসঙ্গে: 

ইনার স্পিড রূপান্তরের স্বপ্নকে জাগিয়ে তোলে, সমাজের  বিভিন্ন  দ্বন্দ্ব, ভাল এবং খারাপকে প্রতিফলিত করে, যা গভীর চিন্তাভাবনাকে উস্কে দেয়। অন্য সবার মতো জিয়াউর রহমানেরও এমন কিছু মুহূর্তের অভিজ্ঞতা হয়েছে যা  ছাপ রেখে গেছে এবং তার কাজ এই মুহূর্তগুলোকে  প্রতিনিধিত্ব করে। জলরং, তেল, কাঠকয়লা, অ্যাক্রিলিক, কালি এবং তুলার মতো বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তিনি তাঁর শিল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে তাঁর বাস্তবতার সাথে লড়াই করেন।  

জিয়াউর রহমান তাঁর আবেগময় অভিব্যক্তিকে ঘোড়া এবং ষাঁড়ের চিত্রের সাথে গভীরভাবে সংযুক্ত করেছেন। তাদের বৈচিত্র্যময় ভঙ্গি তাঁর শৈল্পিক ধ্যানকে মুগ্ধ করে। ঘোড়া এবং ষাঁড় জীবনের সারাংশের প্রতীক, শক্তি এবং গতিকে মূর্ত করে। এই শক্তিশালী প্রাণীদের প্রতি জিয়াউর রহমানের দৃষ্টি নিবদ্ধ করা তাদের জীবনীশক্তির আরও গভীর অনুসন্ধানের পরামর্শ দেয়। জিয়াউর রহমান ঘোড়াকে  একটি অপরাজেয় আত্মার প্রতীক হিসাবে দেখেন। তিনি ঘোড়াটিকে একটি মুক্ত, শক্তিশালী সত্তা হিসাবে চিত্রিত করেছেন তার প্রাকৃতিক শারীরবৃত্তির মাধ্যমে নয় বরং এর সারাংশের মাধ্যমে। 

প্রদর্শনীটি চলবে ৪ঠা জুন ২০২৪ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত (রোববার সাপ্তাহিক বন্ধ)