News update
  • Khaleda Zia to Return Home Tuesday Morning     |     
  • Bangladesh in a Catch-22 Situation     |     
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     

মহাকাশে প্রথম উপগ্রহ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিকেডি আবির, ঢাকা শিল্প-কারুশিল্প 2024-10-26, 8:38pm

dkfksdjfsdijf-7836591945965a7fed9a9418eb47174c1729953492.jpg




ঢাকাস্থ রাশিয়ান হাউস সেরোভ একাডেমি অব ফাইন আর্টস অব বাংলাদেশের সহযোগিতায় সোভিয়েত ইউনিয়ন কর্তৃক উৎক্ষেপিত বিশ্বের প্রথম কৃত্রিম মহাকাশযান স্পুৎনিক-১ এর বহির্মহাকাশে উড্ডয়নের ৬৭তম বার্ষিকী উপলক্ষে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা "মহাকাশে প্রথম উপগ্রহ"  ১৯ অক্টোবর আয়োজন করে।

ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পি দভোইচেনকভ অতিথিদের স্পুৎনিক-১, রাশিয়ার নভোচারী এবং বিশ্ব অগ্রগতিতে এর প্রভাব সম্পর্কে বলেন।

উৎক্ষেপণটি প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক বিকাশের একটি নতুন যুগের সূচনা করেছিল। স্পুৎনিক-১ উৎক্ষেপণের তারিখটি মানবজাতির মহাকাশ যুগের সূচনা, রাশিয়ায় এটি প্রতি বছর মহাকাশ বাহিনীর একটি স্মরণীয় দিন হিসাবে পালিত হয়।

ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের স্মারক সনদ প্রদান করা হয়।