News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-02-20, 7:35pm

53232523-9c38845a9f1c39c4fdd825746fed10c31740058522.jpg




আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই বাঙালি শ্রদ্ধাভরে স্মরণ করবে ৫২’র ভাষা আন্দোলনের বীর শহীদদের। সে লক্ষ্যে বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, বেদি ছাড়াও আশপাশের সড়ক আলপনায় রাঙাতে ব্যস্ত শিক্ষার্থীরা। তারা রং-তুলির আঁচড়ে একুশের আবহ ফুটিয়ে তুলছেন। তাদের বিশ্বাস, রং তুলির আঁচড়ে রচিত এ ইতিহাস পৌঁছে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

মাতৃভাষা অর্জনের রক্তক্ষয়ী ইতিহাস রং-তুলিতে সাজিয়ে তুলতে ব্যস্ত এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

তারা বলেন, ভাষা আন্দোলন দেখার সুযোগ না হলেও ভাষা শহীদদদের প্রতি শ্রদ্ধা জানানোর এ আয়োজনে অংশ নিতে পেরে আমরা গর্বিত। 

জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অমর একুশে উদযাপন পরিষদ ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানাবেন। এরপর সর্বসাধরণের শ্রদ্ধার জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে

নিরাপদ হবে অমর একুশের প্রথম প্রহর, নিরাপদ হবে একুশের প্রথম প্রহরে নগ্ন পায়ে শহীদ মিনার যাত্রা- জনগণের এমন প্রত্যাশাকে মাথায় রেখে এবার ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে পরিবর্তন। একমাত্র পলাশী ক্রসিং দিয়েই প্রবেশ করা যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল দেওয়া শেষে দোয়েল চত্বর হয়ে টিএসসি, চানখারপুল এবং হাইকোর্টের দিক দিয়ে করতে হবে প্রস্থান।

এদিকে সার্বিক নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিপুল পুলিশ সদস্যদের সঙ্গে শহীদ মিনারের এক কিলোমিটার এলাকায় থাকবে মোবাইল টিমও।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

ডিএমপি কমিশনার বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে তিন ধাপে ফুল দেওয়া হবে, রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ করছি। ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি বলেন, রাতে যারা আসবেন তারা নির্দিষ্ট সময়েই আসার অনুরোধ করছি। বেদীতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা এ এলাকায় কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবে। দুর্ঘটনা এড়াতে সচেতন থাকব আমরাও। তবে মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী নিজ নিজ দায়িত্বে রাখতে হবে। ১ কিলোমিটারের মধ্যে থাকবে মোবাইল টিম।

সাজ্জাত আলী বলেন, যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে আছেন তাদের এরিয়া ভিন্ন। শহীদ মিনারকে কেন্দ্র করে তাদের আগ্রহ নেই। জঙ্গি হামলারও আশঙ্কা নেই।

তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া কোনো সমস্যা নেই। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে। পুলিশ সদস্যরা এখন পূর্ণ মনোবল নিয়ে কাজ করছেন।

তিনি আরও বলেন, ৭টি পয়েন্ট ব্যারিকেড দিয়ে বন্ধ থাকবে এবং আমরা এ ব্যারিকেড দেব আজ রাত ৮টা থেকে ৯টার মধ্যে। আরটিভি