News update
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     

বিমসটেকের সঙ্গীত উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-08-08, 9:10am

bimstec-0dd37d3c9af9022acea24e1f383bd35c1754622605.jpg




প্রথম বারের মতো ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব আয়োজন করল বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক। এর মধ্য দিয়ে এক নতুন সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা করল সংস্থাটি।

‘সপ্ত-সুর’ নামে এই সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ‘সপ্ত-সুর’ নামটির মাধ্যমে যেমন বোঝানো হয়েছে সাতটি সুর, তেমনি এর মাধ্যমে বিমসটেকের সাত সদস্য দেশের ঐক্যকেও তুলে ধরা হয়েছে।

ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর আয়োজনে সোমবার শুরু হওয়া এ উৎসবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমসটেকভুক্ত সাতটি দেশের শিল্পী ও দর্শকরা অংশ নেন। উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐক্যের এক উজ্জ্বল মিলনমেলা তৈরি হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এই উৎসবের উদ্বোধন করেন।

উৎসবে লোকসংগীত, শাস্ত্রীয় ও দেশীয় সংগীতের এক অনন্য সংমিশ্রণ উপস্থাপিত হয়, যার প্রতিটি পরিবেশনায় উঠে আসে ঐক্য, বৈচিত্র্য ও আঞ্চলিক সংহতির বার্তা।

আয়োজকরা জানান, এই উৎসব সদস্য দেশগুলোর সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি মানুষে-মানুষে সম্প্রীতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিমসটেকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন আরও উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার একটি আঞ্চলিক উদ্যোগ, যেখানে নানা বিষয়ে একসঙ্গে কাজ করে সদস্য দেশগুলো নিজেদের পারস্পরিক উন্নয়নে সহযোগিতা করে। সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড।