মর্যাদাপূর্ণ আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য বাঁশ ও স্টিলের তৈরি তার নকশাকৃত ‘খুদি বাড়ি’ প্রকল্পের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
মঙ্গলবার আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগা খান স্থাপত্য পুরস্কার বা একেএএ আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের একটি অংশ।
কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে ১৬তম আগা খান অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাড়াও এবার চীন, মিশর, ইরান, পাকিস্তান ও ফিলিস্তিনের স্থপতিরা এই পুরস্কার পেয়েছেন।
২০১৬ সালে ঢাকার বায়তুর রউফ মসজিদ নকশার জন্য মেরিনা তাবাসসুম প্রথমবার আগা খান অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। সেটি ছিল বাংলাদেশের স্থাপত্যকে বিশ্বপরিমণ্ডলে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার মাইলফলক।