News update
  • Walton installs country’s largest floating solar power plant     |     
  • Dhaka in heat trap; shining skyline overlooks viable designs     |     
  • Cyclone Montha forms in Bay, warning signal no. 2 issued     |     
  • Trump Heads to Japan Ahead of Key China Talks     |     
  • Walton Unveils Bangladesh’s Largest Floating Solar Plant     |     

তেলের মূল্য বৃদ্ধির মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সঞ্চার করা হল -মুসলিম লীগ

সংগঠন সংবাদ 2021-11-06, 9:31pm

Adv Badruddoza Suja



বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি এড. বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের এক বিবৃতিতে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় বলেন, করোনা ও লকডাউন পরিস্থিতি সহ বিভিন্ন কারণে এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্য, নির্মাণ ও উৎপাদন শিল্পের কাঁচামাল, পরিবহন ও বিভিন্ন সেবাখাত সহ সর্বপর্যায়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী ধারাবাহিক প্রবণতা, জনজীবনে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে। সাধারণ মানুষ আয়-ব্যয়ের সমন্বয় বজায় রাখতে হিমশিম খাচ্ছে। ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে পথে বসছে, কল-কারখানা উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা বেকার হয়ে যাচ্ছে, শহর ছেড়ে অনেক মানুষ গ্রামে ফিরে আসতে বাধ্য হয়েছে। এরকম পরিস্থিতিতে সরকার অসহায় জনগণের পাশে দাঁড়ানোর পরিবর্তে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির মাধ্যমে তাদেরক এক অমানবিক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। অতীত অভিজ্ঞতা থেকে আমরা সকলেই জানি জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে তাৎক্ষনিক ভাবেই দেশের সকল পণ্য ও সেবা কার্যক্রমের একদফা মূলবৃদ্ধি ঘটে; যার প্রভাব স্থানীয় কাঁচাবাজারে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

দেশের এই রকম বিপর্যস্ত অবস্থায় বিশ্ববাজারের সাথে সমন্বয়ের অজুহাতে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে কার্যত দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাতে আরো গতি সঞ্চার করা হল। বিশ্ববাজারে তেলের মূল্য সমন্বয়ের চাইতে করোনা পরবর্তী পরিস্থিতির সাথে সাধারণ মানুষের জীবনযাত্রার মানের সমন্বয় করাটা অনেক বেশী গুরুত্বপূর্ণ ও সরকারের অত্যাবশ্যকীয় দায়িত্ব বলে বাংলাদেশ মুসলিম লীগ বিশ্বাস করে। মুষ্টিমেয় বেনিয়াদের স্বার্থ রক্ষার বদলে দেশের আপামর জনগণের স্বার্থ বিবেচনা করে গৃহীত জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির অমানবিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক - কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০