News update
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     
  • Curtain falls on a political giant as Khaleda Zia passes into history     |     

ঢাকা মিডিয়া সামিটে পোর্ট সিটির শিক্ষকদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন

গ্রীণওয়াচ ডেক্স সংগঠন সংবাদ 2023-10-19, 9:16am

resize-350x230x0x0-image-244302-1697651775-374187e626a2586679d2d1d729f8bd2e1697685410.jpg




ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিসার্চ বাংলাদেশ (আইএএমসিআর) ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের যৌথ আয়োজনে ঢাকা মিডিয়া সামিট অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ ও ১৪ অক্টোবর দু’দিনব্যাপী এই ইউল্যাবের গবেষণা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ বছর সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘রিশেপিং সিনেমা ন্যারেটিভস’।

সামিটে ১১ টি দেশের মিডিয়া গবেষকদের মধ্যে অংশ নিয়েছেন চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের চার জন শিক্ষক-শিক্ষিকা।

আয়োজিত এই সামিটে ‘জহির রায়হানের নির্মিত চলচ্চিত্রের উপর নারীর উপস্থাপনা’ নিয়ে গবেষণা উপস্থাপন করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার এবং প্রভাষক তাসলিমা আক্তার ইরিন।

এছাড়া বাংলাদেশের চলচ্চিত্রের উপর দর্শকদের পছন্দের পরিবর্তন নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন একই বিভাগের সিনিয়র প্রভাষক প্রশান্ত কুমার শীল। ফরাসি ভাষা শিক্ষার্থীদের মধ্যে ফরাসি সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে প্রভাবক নিয়ে গবেষণা প্রবন্ধ প্রদান করেন প্রভাষক আকিব উল ওয়াদুদ আলম।

এছাড়া অনুষ্ঠানে ১১টি দেশের মোট ৫৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। দু’দিনব্যাপী এই সামিটে গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি স্মারক বক্তৃতা, কর্মশালা, গোলটেবিল বৈঠক, মতবিনিময় সভা, মাস্টারক্লাস এবং লেকচার সিরিজসহ ছিলো নানা আয়োজন।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার বলেন, চলচ্চিত্র বিভিন্ন সামাজিক সমস্যা এবং প্রতিকূলতাকে প্রতিরোধের বার্তা দেয়। একইসাথে মানুষকে বিনোদিত করে। এই ধরনের সামিটে চলচ্চিত্র গবেষক এবং চলচ্চিত্র নির্মাণে জড়িত ব্যক্তিদের ভাব বিনিময় সম্ভব হয়। যা আমাদের চলচ্চিত্র শিল্পকে আরও পরিশীলিতভাবে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত করতে সাহায্য করবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।