News update
  • UNOPS to collaborate with BD on water crisis in CHT: Adviser      |     
  • New DC appointed in 34 districts     |     
  • Clash Erupts Between Dhaka College and Ideal College Students Over Assault     |     
  • 40 garment factories in Ashulia closed today amid unrest despite BGMEA’s efforts     |     
  • Finance Adviser confirms continued Indian LoC projects vital for BD     |     

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে ইইউর উদ্বেগ

গ্রীণওয়াচ ডেক্স সংগঠন সংবাদ 2023-11-06, 1:32pm

image-246687-1699204056-f5a50b627fdc5ec5be933a426a43a1021699255927.jpg




সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এ উদ্বেগ জানান।

এক্সে তিনি লিখেছেন, বাংলাদেশে ৮ হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি।

তিনি আরও লিখেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ—যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানীর কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষটি বিস্তৃত হয়ে বিএনপির সমাবেশের কাছে চলে আসে এবং একপর্যায়ে ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

ভয়াবহ এই সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও একজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। পুলিশের হিসাবে, ৫৫টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়।

এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের নামে ৬৬টি মামলা করে পুলিশ। গ্রেপ্তার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির শীর্ষ পর্যায়ের অন্তত সাতজন নেতাকে।

এ ছাড়া সাবেক সংসদ সদস্যসহ জেলা ও মহানগর পর্যায়ের অন্তত ৭ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।  তথ্য সূত্র আরটিভি নিউজ।