তাইওয়ানের আশপাশের সমুদ্র ও আকাশে চীনের সামরিক বাহিনী সোমবার তাদের উস্কানিমূলক মহড়াটি দীর্ঘায়িত করেছে। এর একদিন আগেই মহড়াগুলো শেষ হওয়ার কথা ছিল।
চীনের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলে যে, পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ানের কাছে সাবমেরিন বিধ্বংসী ও আকাশ থেকে জাহাজে আঘাত হানার মহড়ায় মনোনিবেশ করবে। মহড়াটি কতদিন চলবে বা কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়টি পরিষ্কার না।
চীন ইতোমধ্যেই তাইওয়ানের আশেপাশের ছয়টি নির্ধারিত স্থানে চারদিনব্যাপী ব্যাপক সামরিক মহড়া পরিচালনা করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া হিসেবে এমন মহড়া অনুষ্ঠিত হয়।
চীনের অব্যাহত মহড়া বিষয়ে প্রশ্ন করা হলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সাংবাদিকদের বলেন, “তারা যতটা করছে ততটা করা নিয়ে আমি উদ্বিগ্ন কিন্তু দুঃশ্চিন্তিত নই। তবে, আমার মনে হয় না যে, তারা যা করছে এর থেকে আর বেশি কিছু তারা করবে।”
চীন মহড়ার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করে, যেগুলো তাইওয়ানের উপর দিয়ে উড়ে যায়। এছাড়াও, দ্বীপটির আশেপাশে যুদ্ধজাহাজ, জঙ্গীবিমান, ও ড্রোন পরিচালনা করা হয়।
চীন এর আগে জানিয়েছিল যে, মহড়া রবিবার শেষ হবে। তবে, অনেক পর্যবেক্ষক শঙ্কা করেছিলেন যে, এই সুযোগে তাইওয়ানের বিরুদ্ধে আরও আগ্রাসী একটি অবস্থানকে চীন স্থায়ীভাবে স্বাভাবিক বানানোর চেষ্টা করবে।
মহড়া দীর্ঘায়িত করার চীনের সিদ্ধান্তের প্রতি তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রক শুক্রবার দিনের শেষদিকে নিন্দা জ্ঞাপন করে। মন্ত্রক বলে যে, চীন “ইচ্ছাকৃতভাবে একটি সংকট সৃষ্টি করছে” এবং মহড়া শেষ করার আন্তর্জাতিক আহ্বানগুলোকে উপেক্ষা করছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।