News update
  • Bangladesh Mission in Delhi Suspends Visa Services     |     
  • Another July warrier shot in head, critical in Khulna hospital     |     
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     
  • Law and Order Must Be Ensured Ahead of Polls: Prof Yunus     |     

বিক্ষোভের মধ্যে, ইরানের গার্ড ইরাকের কুর্দি গোষ্ঠীগুলির উপর আঘাত হেনেছে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-09-28, 10:18am




একটি আধা-সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড সোমবার উত্তর ইরাকের উত্তরাঞ্চলে ইরানী কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন এবং আর্টিলারি হামলা চালিয়েছে।

এটি ছিল শনিবারের পর থেকে এই ধরনের দ্বিতীয় আন্তঃসীমান্ত হামলা, এমন সময়ে এই হামলা হল যখন দেশটির নৈতিকতা পুলিশ কর্তৃক আটক ২২ বছর বয়সী ইরানি কুর্দি মহিলার মৃত্যুর প্রতিবাদে ইরান বিক্ষোভে উত্তাল ছিল।

ইরাকের অন্যতম একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একজন প্রতিনিধিকে আক্রমণে লক্ষ্যবস্তু করা হয়েছে - যা উত্তর কুর্দি-চালিত অঞ্চলের সিদিকান এলাকায় আঘাত করেছিল। বলা হয়েছে যে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইরান থেকে নির্বাসিত কুর্দি বিরোধী দল কোমলার কেন্দ্রীয় কমিটির সদস্য আত্তা নাসির বলেন, "আজ তিনবার, ইসলামিক প্রজাতন্ত্র (ইরান) হালগুর্দ পর্বতের দিকে বোমা হামলা করেছে যেখানে আমাদের বাহিনী রয়েছে।" তিনি ইরান-ইরাক সীমান্তের কাছে দলের সদর দফতর থেকে অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে কথা বলেছেন।

তিনি বলেন, আর্টিলারি ফায়ার এবং কাতিউশা রকেটের প্রতিটি আক্রমণ দুই থেকে তিন ঘন্টা স্থায়ী হয়। তিনি বলেন, "ধন্যবাদ আমাদের এখন পর্যন্ত কোনো মানুষের ক্ষতি হয়নি "।

শনিবার, গার্ড বলেছিল যে উত্তর ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির ঘাঁটি এবং প্রশিক্ষণ শিবিরগুলিকে লক্ষ্যবস্তু করেছে, দাবি করেছে যে তারা এটির গুরুতর ক্ষতি করেছে।

মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ অন্তত ৪৬টি শহর ও গ্রামে ছড়িয়ে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি বলেছে যে ১৭ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪১ জন বিক্ষোভকারী এবং পুলিশ নিহত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক গননা থেকে সরকারি বিবৃতিতে বলা হয়েছে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে, ১৪০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।