News update
  • Bangladesh gold market breaks record as prices hit Tk 2.57 lakh per bhori     |     
  • Joint forces' drive for 'silent zone' around Airport: 94 cases filed     |     
  • Al-Arafah Islami Bank to suspend all services for 9 days starting Jan 30     |     
  • Bangladesh GDP to Grow 5% in 2026 Amid Rising Price Pressures     |     
  • Thousands Rally at Chattogram Polo Ground Ahead of Polls     |     

রাশিয়াকে ‘ছিন্ন-বিচ্ছিন্ন’ করাই পশ্চিমের লক্ষ্য, বলেছেন পুতিন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-12-26, 8:56am




রাশিয়ার জাতীয় টেলিভিশনে প্রচারিত একটি সাক্ষাৎকারের অংশবিশেষে দেখা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ‘ছিন্ন-বিচ্ছিন্ন’ করার চেষ্টা করার অভিযোগ তুলে পশ্চিমাদের বিরুদ্ধে বিষোদগার করছেন।

পুতিন বলেন, “এর মূলে রয়েছে রাশিয়াকে, ঐতিহাসিক রাশিয়াকে ছিন্ন-বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে আমাদের ভূ-রাজনৈতিক প্রতিপক্ষের নীতি।”

“তিনি বলেন, তারা সবসময় ‘ভাগ করো, শাসন করো’ নীতি অনুসরণ করার চেষ্টা করেছে...আমাদের লক্ষ্য অন্য কিছু রুশ জনগণকে একত্রিত করা।”

“ঐতিহাসিক রাশিয়া” ধারণাটি ব্যবহার করে তিনি যুক্তি দেন যে, ইউক্রেনীয় এবং রুশরা একই মানুষ- বক্তব্যে তিনি কিয়েভের সার্বভৌমত্বের অবমূল্যায়ন করেন এবং ইউক্রেনে তার ১০ মাসের আক্রমণকে ন্যায্যতা প্রদানের চেষ্টা করেন।

পুতিন বলেন, “আমরা সঠিক পথে কাজ করছি, আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিক, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করছি।”

পুতিন বারবার দাবি করেন, মস্কো এই সংঘাতের “একটি গ্রহণযোগ্য সমাধান [খুঁজতে] এই প্রক্রিয়ার সকল অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করতে প্রস্তুত।”

ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট জেলেন্সকির ইউক্রেনের বাইরে প্রথম সফরে তিনি পেন্টাগনের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে সমর্থনের দৃঢ় প্রতিশ্রুতি অর্জন করেছেন।

জেলেন্সকিকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারির কথা উল্লেখ করে পুতিন বলেন, “অবশ্যই আমরা এটি ধ্বংস করবো; এবং তা শতভাগ নিশ্চিত।” তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।