News update
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধের পরবর্তী স্তরের জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2024-01-06, 12:04pm

dgsgsfa-a35d880b6a7073c264be648fa8dc735a1704521062.jpg




যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্যে পৌঁছাতে চলেছেন। ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে এটি তার চতুর্থ সফর।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের পর গাজার ব্যবস্থাপনা কী হবে তার ওপর ব্লিংকেনের এই সফরে আলোকপাত করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্লিংকেন গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বানও পুনর্নিশ্চিত করবেন।

সপ্তাহব্যাপী সফরে ব্লিংকেন তুরস্ক, গ্রীস, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মিশর সফর ছাড়াও ইসরাইল ও পশ্চিম তীর পরিদর্শন করবেন।

লাখ লাখ ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলে স্থানান্তরিত হয়েছে। সেখানে বেশিরভাগ মানুষ খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, বা পয়ঃব্যবস্থার অপর্যাপ্ততার মধ্যে অস্বস্তিতে জীবনধারণ করছে।

,গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে ও রাফায় এবং গাজার মধ্যাঞ্চলের কিছু অংশে রাতভর ইসরাইলি বোমা হামলা অব্যাহত ছিল। এএফপি ইসরাইলের সেনাবাহিনীর বরাত দিয়ে বলেছে, সামরিক অবস্থান, রকেট উৎক্ষেপণ স্থাপনা এবং অস্ত্র ভান্ডারের সুবিধাসহ ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী গাজায় চলমান যুদ্ধের একটি নতুন পর্যায়ের পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে ভূখণ্ডের উত্তরে আরও লক্ষ্যযুক্ত কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। ইসরাইলি সরকার এখনো প্রতিরক্ষা মন্ত্রীর এই পরিকল্পনার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে স্থলভাগে সামরিক অর্জনের সাথে সঙ্গতি রেখে আমরা নতুন একটি যুদ্ধ পদ্ধতিতে যাবো।”

৭ অক্টোবর হামাস জঙ্গিরা ইসরাইলের সীমান্ত অতিক্রম করে দক্ষিণাঞ্চলে আক্রমণ করে। ইসরাইল জানায়, এই হামলায় ১২০০ মানুষ নিহত হয়েছে এবং হামাস প্রায় ২৪০ জনকে জিম্মি করেছে। এরপরই ইসরাইল হামাসকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য তাদের সামরিক অভিযান শুরু করে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

কিছু জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এখনো প্রায় ১৩০ জন বন্দীকে গাজায় জিম্মি করে রাখা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২২ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে ইসরাইলের সামরিক অভিযানে নিহত হয়েছে। নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু।

এর আগে বৃহস্পতিবার, হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছে। ইসরাইল ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে নতুন বিমান হামলা এবং স্থল অভিযান পরিচালনা করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলের হামলাটি গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে হয়েছিল। নিহতদের মধ্যে নয়জন শিশুও রয়েছে।

ইসরাইল হামলা সম্পর্কে সরাসরি মন্তব্য করেনি তবে তারা খান ইউনিসে একটি বিমান হামলা চালানোর খবর দিয়েছে। তারা বলেছে, ওই হামলায় বোমা স্থাপনের চেষ্টারত তিনজন জঙ্গি নিহত হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী আরও জানিয়েছে, তাদের স্থলবাহিনীর হামলায় কাছাকাছি একটি ভবনে আরও দুজন জঙ্গি নিহত হয়।

ইসরাইল বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহকে লক্ষ্য করে নতুন হামলার এবং লেবানন থেকে ইসরাইলের দিকে নতুন আন্তঃসীমান্ত রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এক টিভি ভাষণে লেবাননে হামলার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করার একদিন পর হামলার এই ঘটনা ঘটলো।

ড্রোন হামলায় বৈরুতে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা নিহত হওয়ার পর নাসরাল্লাহ এই মন্তব্য করেন।

হামাস এবং এই অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা সালেহ আল-আরৌরির হত্যার জন্য ইসরাইলের ড্রোন হামলাকে দায়ী করেছেন। তবে ইসরাইল সরাসরি এই দায় স্বীকার করেনি।

.বুধবার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেন, ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাস সদস্যরা যেখানেই থাকুক না কেন মোসাদ তা খুঁজে বের করবে।

হামাসের মতো হিজবুল্লাহও যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত। এটি ইরান সমর্থিত একটি জঙ্গি গোষ্ঠী। অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে রকেট নিক্ষেপ করছে। ভয়েস অফ আমেরিকা