News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালাল পাকিস্তান, নিহত ১৫

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-12-25, 9:42am

8d6286f9135a86e34a17c48ed85cb21662ab87fd3229605d-27ec336c0fd5480817d055ceb75fb89b1735098176.jpg




আফগানিস্তানে প্রতিবেশী দেশ পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানি সামরিক বাহিনী দফায় দফায় সাতটি গ্রাম লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে। এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আফগান এই মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একইসঙ্গে তারা এই হামলার নিন্দা জানিয়েছে।

পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে থাকা তালেবান গোষ্ঠীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে। আর পাকিস্তান এই সশস্ত্র গোষ্ঠীদের আশ্রয় দেয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই আফগান তালেবানকে দায়ী করে আসছে। সময়।