ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। আপাতত দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় এই দম্পতি।
রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে।
রোববার (২৪ জুলাই) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করেছেন পরীমণি। সাদা গাউনে অন্তঃসত্ত্বা পরী তার অনুরাগীদের নজর কেড়েছেন। ছবিতে নায়িকার সঙ্গী হয়েছেন স্বামী শরিফুল রাজ। তারা দুজনই অনাগত সন্তানের অপেক্ষায়, সেটি স্পষ্ট ফুটে উঠেছে।
ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমার পরাণ।’ সঙ্গে ভিন্ন ভিন্ন রঙের লাভের ইমোজি। সেখানে অবশ্য স্বামী শরিফুল রাজকেও মেনশন করেছেন তিনি। ঢালি পাড়ার ভবিষ্যৎ বাবা-মা’র ছবিগুলো তুলেছেন আরিফ আহমেদ। পরীর সেই পোস্টের কমেন্টে ভালোবাসা উগড়ে দিয়েছেন নেটিজেনরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।