News update
  • BD fisherman killed in firing from Myanmar; 2 injured     |     
  • Live updates on ME from the Security Council and across UN     |     
  • ‘No end to hell’ in northern Gaza, warns UN aid agency chief     |     
  • Dhaka’s air quality turns ‘unhealthy’ Thursday morning     |     

অভিনেত্রী চমকের ভিডিও ভাইরাল!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-09-16, 7:26am

resize-350x230x0x0-image-239910-1694798737-85e456782e521b69d19a9433816d04321694827560.jpg




বর্তমান সময়ের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। ২০২০ সালে আবার অভিনয়ের শুরুর পর গত দুই বছরে বেশ পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।

শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালক হিসেবেও পা রেখেছেন তিনি। মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করছেন অভিনেত্রী চমক। কিছুদিন আগেই উত্তরার শুটিং হাউজের ঘটনাকে কেন্দ্র করে বেশ আলোচিত হন তিনি।

সম্প্রতি ফের নেটদুনিয়া উত্তাল তাকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় একটি রুমের মধ্যে তিনি গান গেয়েছেন। সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, আমি গান গাইতে পারি না, তবে এটা আমার পছন্দের গান। তাই চেষ্টা করি গাইতে। তার কণ্ঠে হঠাৎ গান শুনে ভক্তরা বেশ প্রশংসা করেছেন।

অন্য একটি ভিডিওতে দেখা যায় আরও দুজন মেয়ের সঙ্গে বেশ আড্ডায় মেতে উঠেন মধ্য রাতে। ক্যাপশনে লেখেন, আড্ডা হচ্ছে গালস স্কোয়াডে।

তার গান ও আড্ডা নিয়ে এমন ভিডিও আপলোড করায় নেটিজেনরা বেশ খুশি।

প্রসঙ্গত, একটি অনলাইন প্ল্যাটফর্মে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ল্যানগুয়েজ প্রবলেম’ নামের ড্রামা সিরিজ। এটি প্রযোজনা করেছেন হাসিবুল হাসান তানিম এবং পরিচালনা করেছেন মাইদুল রাকিব। এতে চমক ছাড়াও একাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।