News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

শাহরুখ খান: এক বছরে তিনটি সিনেমায় ভারতীয় মুদ্রায় ২৫০০ কোটির রেকর্ড ব্যবসার মাইলফলক গড়লেন

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2023-12-30, 11:01am

kjahjjaj-ee85c7248f155dd982b748e7162620a11703912460.jpg




২০২৩-এর শেষ লগ্নে পৌঁছে পরিসংখ্যানের হিসাবে দেখা যাচ্ছে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান এক নতুন রেকর্ড গড়েছেন।

চলতি বছরে তার মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। পাঠান, জওয়ান, ডানকি। তিনটি সিনেমা মিলিয়ে এক বছরে ভারতীয় মুদ্রায় ২৫০০ কোটির ব্যবসা দিয়েছেন শাহরুখ খান। বলিউডের নায়ক হিসাবে প্রথমবার কোনও অভিনেতা এই মাইলফলক গড়লেন।

২০১৮ সালে তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছবি ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর দীর্ঘ চার বছরের বিরতি নেন শাহরুখ।

তারপর ২০২৩ সালে ফিরে এসে পরপর দুটি ব্লকবাস্টার এবং একটি সুপারহিট সিনেমা উপহার দিলেন তিনি।

চলতি বছর জানুয়ারিতে মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে এই সিনেমা। অ্যাকশন অবতারে শাহরুখ খান ছিলেন এর চমক। বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় হয়েছিল ভারতীয় মুদ্রায় ১০৫০ কোটির বেশি।

এরপর সেপ্টেম্বরে মুক্তি পায় ‘জওয়ান’। দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি-র প্রথম হিন্দি কাজ, সঙ্গে শাহরুখ। চমক ছিল ‘জওয়ান’-এর গল্পেও। এটি শুধুমাত্র শাহরুখের নতুন ধরনের অ্যাকশন সিনেমা-ই ছিল না। গল্পের মধ্যে প্রছন্নভাবে রাজনৈতিক বার্তাও ছিল। বর্তমান সময়ের বিভিন্ন সত্যি ঘটনা (কৃষক আত্মহত্যা, চিকিৎসার দুরাবস্থা) গল্পের মধ্যে জুড়ে দিয়েছিলেন অ্যাটলি। বিশ্বজুড়ে এই সিনেমার মোট আয় ছিল ভারতীয় মুদ্রায় ১১৪৬ কোটি।

সবশেষে ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ডানকি’। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, এখনও অবধি সিনেমাটি বিশ্বজুড়ে ভারতীয় মুদ্রায় ৩২৩.৭৭ কোটির ব্যবসা করেছে। রাজু হিরাণী ও শাহরুখ খানের যুগলবন্দী দর্শকদের পছন্দ হয়েছে।

এই তিনটি সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যাবে, ২০২৩ সালে শাহরুখ খান একাই ২৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছেন। ভয়েস অফ আমেরিকা