News update
  • NCP May Boycott Polls Without Major Reforms: Nahid      |     
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     

কোটা আন্দোলন: আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নামবেন চমক

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-07-18, 12:15pm

tewtwetrw-c0b370daed9280b9c5f2ee9b104ff53b1721283301.jpg




কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা। সাধারণ জনগণের পাশাপাশি চলমান ইস্যুতে সরব শোবিজ তারকারাও।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করায় প্রতিবাদও করছেন তারা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক জানালেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নামবেন তিনি।

বুধবার (১৭ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চমক। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবি তে কি চলছে? কেউ কি আপডেট দিতে পারবেন?

কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কিনা জানি না। তবে কাল থেকে আমি রাস্তায় নামব আমার আন্দোলনকারী ভাইবোনদের সঙ্গে।’

চমকের পোস্টে একাত্মতা প্রকাশ করেছেন নেটিজেনরা। রীাতমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টবক্সে। একজন লিখেছেন, ‘আপনার প্রতি কৃতজ্ঞতা। আগামীকালের আন্দোলনের সফলতা কামনা করছি। আপনাদের অংশগ্রহণ আমাদের অনেক বেশি উৎসাহিত করবে।’ আরটিভি